মাসিক কত দিন পর পর হয়
নারীর ঋতুচক্র বা পিরিয়ড সাধারণত ২৮ দিন পরপর হয়। ২৮ দিনের ৭ দিন আগে বা পরে, অর্থাৎ ২১ থেকে ৩৫ দিন পরপর হলেও তা যদি নিয়মিত ব্যবধানে হয়, তাকেও স্বাভাবিক হিসেবে ধরা হয়। তবে ২১ দিনের আগে বা ৩৫ দিনের পরে হলে এবং তা যদি ৩ দিনের কম বা ৭ দিনের বেশি স্থায়ী হয়, তখন তাকে অনিয়মিত ঋতুচক্র বলে।
মাসিক কত দিন পর পর হয়
কিশোরী বয়স থেকে একজন নারীর মাসিক শুরু হয়। তাই কিশোরীদের মধ্যে এটা জানার আগ্রহ প্রবল যে মাসিক কত দিন পর পর হয়। তাই আজ আমরা আলোচনা করবো এই বিষয়টা নিয়ে।
আপনার মাসিক কতদিন পর পর হবে তা জানতে হলে আপনাকে প্রথম জানতে হবে পিরিয়ড বা মাসিক কি এবং কেনো হয়।
আগের মাসিক শুরুরর প্রথম দিন থেকে পরের মাসিক শুরুর প্রথম দিনের দূরত্বকে মাসিক চক্র বলে। এই মাসিক চক্রই বলে দেয় আপনার মাসিক কতদিন পর পর হতে পারে। সাধারণত দুই মাসিকের মাঝে ২৮ দিনের ব্যবধান হয়ে থাকে। তবে সবার ক্ষেত্রে ২৮ দিনই হবে এমন নয়। আর এমন না হওয়াটা আসাভাবিক নয়। কারো মাসিক ২১ দিন পর হতে পারে আবার আপনার পাশের মেয়েটির মাসিক ৪১ দিন পর পর হতে পারে। আবার আপনার সবকটি মাসিক একই দিনের ব্যবধানে হবে এমন নয়।
একজন নারীর মাসিক চক্রকে বেশ কয়েকটি পর্বে ভাগ কয়রা যায়। চলুন এই পর্ব গুলো নিয়ে আলোচনা কয়রা যাক।
মাসিক চক্রের প্রথম ৭ থেকে ১০ দিন নারীর দেহে ডিম্বাণু জন্ম নেয় এবং বড় হতে থাকে। এ পর্ব শুরু হয় আপনার ব্লিডিং বন্ধ হবার পর থেকে। এ সময় অনিরাপদ যৌন মিলনে সন্তান ধারনের সম্ভাবনা খুব কম থাকে।
২য় পর্ব শুরু হয় আপনার মাসিক চক্রের মাঝা মাঝি সময় থেকে ৩ দিন। যেমন, আপনার মাসিক চক্র যদি ২৮ দিনের হয়, তবে এ পর্ব শুরু হয় ১৪ দিন থেকে। মেয়াদ থাকে ৩ দিন। এ সময় যৌন মিলনে গর্ভধারণের সম্ভাবনা সব চেয়ে বেশী। কারণ এ সময় ডিম্বাণু পরিপক্ব হয় এবং শুক্রানুর জন্য অপেক্ষা করতে থাকে। এ সময় মেয়েরা পুরুষের সান্নিধ্য চায়।
২য় পর্বে ডিম্বাণু যদি শুক্রানুর সংস্পর্শ না পায় তবে ৩য় পর্বে তার কার্যকারিতা হ্রাস পেতে থাকে এবং ভেঙে বিনষ্টের পথে এগুতে থাকে। এ সময়ও যৌনমিলনে ঝুঁকি কম থাকে। এর মেয়াদ সাধারনত ৭ থেকে ১১ দিন হয়ে থাকে।
শেষ পর্বটিকে মেয়েরা সাধারণত পিরিয়ড বা মাসিক বলে থাকে। কারণ এ সময় ডিম্বাণু বিনষ্ট হয়ে রক্তের সাথে বেরিয়ে আসে। এটি আসলে নারীকে পরের পর্বে নতুন ডিম্বানু জন্মের জন্য প্রস্তুত করে। এর মেয়াদ ৪ থেকে ৭ দিন হয়ে থাকে।
তবে এ দিনগুলো একেক জনের ক্ষেত্রে একেক রকম হতে পারে। বিভিন্ন বয়সেও মাসিক চক্র বিভিন্ন রকম হতে পারে। আগের ছয়টি মাসিক চক্রের ভিত্তিতে আপনি গড় বের করতে পারেন যা থেকে আপনি আপনার পরবর্তী মাসিকের সম্ভাব্য তারিখ অনুমান করতে পারেন।
Leave a Reply