নারীদের প্রস্রাবের রাস্তায় চুলকানি কেন হয়?
নারীর যৌনাঙ্গে দেখা দেওয়া নানান সমস্যা নিয়ে আমরা অন্ধকারে থাকি বা খুব একটা পাত্তা দেই না। সেরকম একটি অবহেলায় থাকা অসুখ নিয়ে আজকের আলোচনা, যা হলো যোনির ফুসকুড়ি। বিশেষ করে গরমের সময়, নারীদের প্রস্রাবের রাস্তায় বা যোনির এলাকায় দেখা দেয় চুলকানি এবং ফুসকুড়ি। জেনে রাখা ভালো, আপনি যদি এই র্যাশগুলো বেশি চুলকান তাহলে তা আরও খারাপ হতে পারে। যোনিপথে ফুসকুড়ির লক্ষণগুলোর মধ্যে থাকতে পারে: চুলকানি, জ্বালাপোড়া, ফুলে যাওয়া, ফোসকার মতো হওয়া, ক্ষত বা ঘা, বিবর্ণ ত্বক (লাল, বেগুনি বা হলুদ রঙ...