যোনির পর্দা কোথায় থাকে?
হাইমেন বা সতীচ্ছদ এক ধরনের পর্দা, যেটা যোনিমুখের সামনে অবস্থান করে যে পর্দা সর্বদাই পুরো যোনিমুখকে ঢেকে রাখে না বা ব্লক করে না। জেনে রাখুন, সব নারীরই সতীচ্ছদ থাকে না। হাইমেন বা সতীচ্ছদ পর্দা এক নারী থেকে আরেক নারীর ভিন্ন হয়ে থাকে।