মাসিক কত দিন পর পর হয়
নারীর ঋতুচক্র বা পিরিয়ড সাধারণত ২৮ দিন পরপর হয়। ২৮ দিনের ৭ দিন আগে বা পরে, অর্থাৎ ২১ থেকে ৩৫ দিন পরপর হলেও তা যদি নিয়মিত ব্যবধানে হয়, তাকেও স্বাভাবিক হিসেবে ধরা হয়। তবে ২১ দিনের আগে বা ৩৫ দিনের পরে হলে এবং তা যদি ৩ দিনের কম বা ৭ দিনের বেশি স্থায়ী হয়, তখন তাকে অনিয়মিত ঋতুচক্র বলে। মাসিক কত দিন পর পর হয় কিশোরী বয়স থেকে একজন নারীর মাসিক শুরু হয়। তাই কিশোরীদের মধ্যে এটা জানার আগ্রহ প্রবল যে মাসিক কত দিন পর পর হয়। তাই আজ আমরা আলোচনা করবো...